প্রেমিক কথা অনেক মূল্যবান যদি প্রেমিক সত্যিকারের প্রেমিক হয়ে উঠতে পারে।
আমার প্রেমিক একদম স্মার্ট নয়। দেখতে হিরোদের মতো নয়। অনেক টাকার মালিক ও নয়।
সুন্দর করে কথা বলতে পারে না, দামি দামি গিফট দিতে পারে না কিন্তু ভালোবাসতে পারে,ভালোবাসায় সবকিছুর থেকে ওপরে। আমার প্রেমিকের ঘুম আসলেও না বলে লুকিয়ে কথা বলতে পারে কিন্তু আমার ঘুম আসলে নিজের ইচ্ছে থাকলেও কলটা কেটে দিয়ে বলে গুডনাইট।
আমি অসুস্থ হলে যে ফোন কলে থেকে সারা রাত জেগে চিন্তা করে সে হলে আমার প্রেমিক।
আমি না খেলে যে বলে আমি ও খাবো না সে হলো আমার প্রেমিক।
আমার ছোট ছোট ইচ্ছেগুলো বায়নাগুলো যে পূরণ করে সে হলো আমার প্রেমিক।
দশ টাকার চিপস কিনে এনে যে আমার মুখের হাসি দেখতে চাই সেই হলো আমার প্রেমিক।
কোনো গিফট না নেওয়ার জন্য যে আমার সবসময় বকা দেই, একবার দেখা করার জন্য যে আমার সাথে ঝামেলা করে সেই হলো আমার প্রেমিক।
মা বাবার পর যাকে আমি বিশ্বাস করি ভরসা করি সেই হলো আমার প্রেমিক।
আমাকে বকা দিয়ে যে নিজের পরে sorry বলে, যে আমার কষ্টে কান্না করে সেই হলো আমার প্রেমিক।
সবসময় সব পরিস্থিতিতে যে আমার পাশে থাকে আমাকে হেল্প করে যে আমাকে আমি যেমন তেমন ভাবেই ভালোবাসে সে হলো আমার প্রেমিক।
আমার রাগ হলে যে ১০০ বার sorry বলে কোনো ভুল করলে যে একশো বার কান ধরে ওঠবস করে রাগ ভাঙতে পারে আমাকে হারানোর ভয়ে যার চোখে জল আসে সে হলো আমার প্রেমিক।
আমার সম্মান, আমার নাম খ্যাতি অর্জনে জন্য যে সবসময় আমাকে সাপোর্ট কর সেই আমার প্রেমিক।
আমার প্রেমিক এমন ওর চেহারা, কথাবার্তা, চলাফেলা, টাকা পয়সা, এসব কিছু ই আমাকে বেঁধে রাখে নী। আমি তো বাঁধা পড়ে গেছি ওর ভালোবাসায়, ওর কেয়ার, শাসন, মায়া, রাগ, অনুরাগ, অভিমানে।
ও যেমন ও তেমনই আমার স্মার্ট, সুন্দর চেহারা অর্থ সম্পদ ওয়লা প্রেমিক এর দরকার নেই আমার সুন্দর মনের ভালোবাসার প্রেমিকই ঠিক আছে ।
একটা সত্যি কথা বলি জানো হয়তো অনেককেই তবুও বলি, একটা মানুষ যখন তোমাকে সত্যিকারের ভালোবাসবে তখন সে কষ্ট কষ্ট পাবে তোমার খুশিতে খুশি হবে জীবনের যত খারাপ পরিস্থিতি ই আসুক না কেন তোমাকে কখনো ছেড়ে যাবে না মেয়ে হোক বা ছেলে এমন মানুষ জীবনে যদি একবার পাও তাকে হারাতে দিও না ধরে রাখে নিজের কাছে কারণ বর্তমানে সত্যিকারের ভালোবাসা পাওয়ার খুব ভাগ্যের ব্যাপার।
বাবা মা এর পরে জীবন এমন একজন প্রেমিক /প্রেমিকা দরকার যে তোমাকে বাবা মার মতোন করে আগলে রাগবে। বাবা মা মতো করে কেউ ভালোবাসতে পারে না হয়তো কিন্তু এমন ভালোবাসাও আছে যেগুলো ও কোনো তুলনা হয় না।
রক্তের আর আত্মার সম্পক ছাড়া যদি কেউ তোমার জন্য কান্না করে তার চোখের জল বের হয় তবে বুঝে নিও সে তোমরা অনেক ভালোবাসে।
লেখিকা (আরাধ্যা রায়)
0 মন্তব্যসমূহ