মি নন্দিনী, অবশ্য এটা আমার ছদ্মনাম  যাই হোক । সবাইকে উদ্দেশ্য করে, আমি কিছু কথা বলবো কথা গুলো সত্যি কিন্তু, তোমাদের ভালো লাগবে কিনা বলতে পারছি না তবে আশা করি তোমাদের হৃদয়ে একটা অন্যরকম অনুভূতি হবে কথা গুলো শুনে।

Old শব্দটাকে আমরা বেশিরভাগই ব্যাকডেটেড বলে থাকি। সেটা Old ফ্যাশনই হোক,বা কালচার হোক বা মানুষ। কিন্তু সত্যি কী old শব্দটা ব্যাকডেটেড

আমি বলবো, পুরানো কালচার, পুরানো স্মৃতি, পুরানো ঐতিহ্য, প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া পুরানো উপহার, শৈশবের পুরানো দিনগুলি মোটেই ব্যাকডেটেড নয়।

আমরা বাঙালি পুরানো কালচার, ঐতিহ্য, সংস্কৃতিকে পরম্পরায় ধরে রাখা আমাদের দায়িত্ব। তবুও পরিস্থিতি জন্য জীবনে আমরা হয়তো সব পুরানো জিনিস ভুলে যেতে পারবো কিন্তু, old school  মানে শৈশবের সেই স্কুল জীবনকে কেউ কখনো ভুলতে পারবো না।

old school এর কথা সবচেয়ে বেশি মনে পড়বে কখন জানো? বৃদ্ধ বয়সে তখন চাকরি থাকবে না, ব্যাবসা থাকবে না কোনো কাজ থাকবে না কারণ তখন যে নিজেও old হয়ে যাবে।

মনে হবে ইস, আবার যদি ফিরে পেতাম সেই পুরানো দিন গুলো স্কুল জীবনের, পুরানো সময়গুলি,পুরানো সব বন্ধুদের। আবার যদি সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে পারতাম কী যে ভালো লাগতো। তখন ভিতরে একটা অন্য রকম আনন্দ হবে আবার চোখের কোনায় জলও জমা হবে।

তখন কোথাও গিয়ে যেন মনে পড়ে যাবে, সেই পুরানো স্মৃতি মনে পড়বে স্কুলে জীবনের দুষ্টুমিগুলো পড়া না করে গিয়ে মাস্টার মসাইকে নানা বাহানা দেখানো। দুষ্টুমি করার জন্য মাস্টার মসাই এর কাছে কান ধরে ওঠবস করার কথা। প্রাচীল টপকে স্কুল পালানো আর পরদিন কান মলা খাওয়া।

মনে পড়বে আরো সেই বৃষ্টির দিনের কথা ছাতা না নেওয়ায় কলাপাতা, কচুপাতা, মাথায় দিয়ে বাড়ি ফেরা।আরও কত কিছু 

আমি বলবো স্কুল জীবনের শৈশবের সময় টা প্রতিটি মানুষের কাছে একটা বেস্ট সময়।

আসলে আমরা নিজেরাই দিনকে দিন মেকি হয়ে যাচ্ছি তাই old শব্দ টাকে আমাদের ব্যাকডেটেড মনে হয়।

পুরানো জিনিস, পুরানো স্মৃতি,পুরানো কালচার ঐতিহ্য এইগুলো পুরানো হওয়ার কোনো কথায় নেই বরং সময় এর সাথে সাথে এগুলোর প্রতি একটা অন্য রকম মায়া, আন্তরিকতা, ভালোবাসা জন্মে।

তাই বাইরে দৃষ্টি দিয়ে নয়, হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখলেই পুরানো সব স্মৃতি,সময়, অনুভব করা যায়। তার জন্য মেকি নয়, সুন্দর একটা মনের প্রয়োজন হয় শুধু 

লেখিকা (Aradhya)