শান: কই আছো তুমি?
রিয়া: এই তো রিকশায় চলে আয়ছি আর একটু অপেক্ষা করো।
শান:তাড়াতাড়ি আসো ২০মিনিট ধরে অপেক্ষা কcরছি।
রিয়া: চলে আসছি শুভ জন্মদিন,
শান : ধন্যবাদ আচ্ছা রিয়া কাল তুমি রাত ১২টার সময় কী করতেছিলে আর আমি তোমাকে ফোন দিলাম বিজি কেন পেলাম। তুমি জানো কাল রাতে বিজি পেয়ে তোমার ফোন আমি সারারাত ঘুমাতে পারনী। দেখ দেখছো চোখ ফুলে গেছে আমার।
রিয়া:থামো
আমি তো তোমাকেই ফোন করছিলাম ১২টার সময় উইস করবো বলে কিন্তু তুমিই তো কেটে দিছিলে বার বার।
শান:সত্যি তুমি আমাকে ফোন করছিলে তো?
রিয়া: দেখছো তুমি আমাকে বিশ্বাস ই কর না এই জন্য আমার ভালো লাগে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মদিন তোমাকে ছাড়া ওতো রাতে কাকে ফোন করবো।
শান:ওকে ওকে sorry
রিয়া: ঠিক আছে শোন না তোমার জন্য পায়েস রান্না করে নিয়ে আসছি আর এটা তোমার।
শান: এটার মধ্যে কী আছে?
রিয়া: একটা White T Shirt টিউশন পড়ানো টাকা জমিয়ে কিনেছি।
শান: আজ তোমাকে একটা রিকোয়েস্ট করবো?
রিয়া: কী বলো
শান: তোমার ফোনের যে সিমটা আছে ওটা আমাকে দাও আমি তোমাকে একটা নতুন সিম কিনে দিই।
রিয়া: ১ মিনিট কেন আমি নতুন সিম দিয়ে কী করবো আর তাছাড়া আমার কলেজেও তো এই নম্বর টা দেওয়া। কলেজ থেকে মাঝে মাঝে ফোন আছে।
শান: সিমটা আমার ফোনে ভরে রাখি কেউ কল করলে আমি তোমাকে বলবো।
রিয়া: দেখ শান সত্যি বলতে তুমি আমাকে বিশ্বাস ই করো না ভরসা করো না এভাবে আর চলছে না তুমি দিনকে দিন সন্দেহ করেই চলেছো।
শান: সন্দেহ কোথায় করলাম আর সিমটা দিয়ে দিলেই তো হয়ে যায়।
রিয়া: না আমি সিম দিবো না আর তুমি এভাবে সন্দেহ করো তো আমাকে তুমি আমাকে আজ থেকে ফোনও দিবে না।বাই ভালো থেকো।
শান: হ্যাঁ, এখন তো বলবেই আমি জানি তো তোমার লাইফে অন্য কেউ আসছে সব জানি। আমি ও কল দিবো না নে।
৪ ঘন্টা পর
হ্যালো রিয়া
রিয়া: কী হল তোমার না ফোন দেওয়া বারন ফোন দিছো কেন?
শান:ভুল হয়েছে আমার তুমি জানো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারিনা। ৪ ঘন্টা হয়ে গেছে কথা বলিনা কিন্তু তুমি কী করলে একটা বার কল দিলে না আমাকে তোমার কী উচিত ছিল না একটা বার কল দেওয়া।
রিয়া:না তুমি সন্দেহ কর আমাকে কেন কল দিবো তোমাকে
শান: তুমি একটু বেলকনিতে আসবা।
রিয়া:কেন?
শান: না একটু দেখতাম, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি।
রিয়া: কী বাড়ির সামনে কী করছে আমি যেতে পারবো না তুমি বাড়ি যাও।
শান: কেন তুমি কই, ও তারমানে তুমি বাসায় নাই এমন পরিবর্তন হয়ছো রিয়া বাসায় থাকো না এখন
রিয়া: চুপ কর সমস্যা কী তোমার আমাকে নিয়ে?
শান: ঠিক আছে আর তোমার জীবনের সমস্যা হবো না আমি আজই মারা যাব।
রিয়া: তাত কী আজেবাজে কথা বলছো।
শান: ভালো থেকে নিজের খেয়াল রেখো বাই মরতে আমার কষ্ট হবে কিন্তু তাও মরে যাব। রাখি
রিয়া: হ্যালো হ্যালো ******** সত্যি একে নিয়ে আর পারা যায় না।
কী মারা যাবে তা আমার বাড়ির সামনে কেন এখন ও
শান: আমি মারা যাব না তো আমি মারা গেলে তো তোমাকে অন্য কেউ নিয়ে যাবে আর কলটা কেটে দিলাম যাতে তুমি নিচে নেমে আসো আমি থাকতে তোমাকে কেউ নিতে পারবে না কারণ তুমি আমার ।
রিয়া: সত্যি তুমি এতো নাটক করতে পারো পাগল একটা
শান: পাগল বলো আর যায় বলো আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে না নিয়ে যাওয়া অবধি তোমাকে সন্দেহ করবো। তাতে ব্রেকাপ হয় হবে
রিয়া: শান কোনো সন্দেহ নেই ?
শান : কী?
রিয়া: যে তুমি পাগল
শান: পাগলই তো আমি শুধু তোমার জন্য

লেখিকা (Aradhya)