১. কোষ আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট হুক।
২.নিউক্লিয়াস আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট ব্রাউন
৩.মাইটোকন্ডিয়া আবিষ্কার করেন কে?
উত্তর :বেন্ডা
৪. প্লাস্টিডের প্রথম নামকরণ করেন কে?
উত্তর : হেকেল
৫. কোষে প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পর্যবেক্ষণ করেন কে?
উত্তর : পোর্টার
৬. প্রথম গলগি বডি পর্যবেক্ষণ করেন কে?
উত্তর : ক্যামিলো গলগি
৭. লাইসোজোম আবিষ্কার করেন কে?
উত্তর : ডি ডুভে
৮. সেন্ট্রিওল আবিষ্কার করেন কে?
উত্তর : বোভেরি
৯. কোষের মগজ বলা হয় কাকে?
উত্তর : নিউক্লিয়াসকে
১০.কোশের শক্তিঘর কাকে বলা হয়?
উত্তর : মাইটোকনড্রিয়া
১১. সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কাকে?
উত্তর : লাইসোজোম
১২.প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?
উত্তর : রাইবোজোম
১৩. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি?
উত্তর : প্লিহা
১৪. মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কী?
উত্তর : যকৃৎ
১৫. মিশ্রগ্রন্থী বলা হয় কাকে?
উত্তর : অগ্ন্যাশয়
১৬. চুল ও নখে কোন প্রোটিন থাকে?
উত্তর : কেরাটিন
১৭. কোয়াসারভেট মডেল কে আবিষ্কার করেন?
উত্তর : ওপারিন
১৮. মাইক্রোস্ফিয়ার নামক মডেল কে আবিষ্কার করেন?
উত্তর : সিডনি ফক্স
১৯. মানুষের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : হোমোস্যাপিয়েন্স
২০. উভচর উদ্ভিদ বলা হয় কাকে ?
উত্তর : ব্রায়োফাইট
0 মন্তব্যসমূহ