বাড়ি ফেরতে দেরি হলে যে মানুষ টি না খেয়ে না ঘুমিয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে সে আর কেউ না তোমার মা।
খাবার অল্প থাকলে নিজে না খেয়ে যে তোমার জন্য রেখে দেয় সে আর কেউ না তোমার মা।
নিজে ছেঁড়া শাড়ি পরে যে তোমার নতুন নতুন জামা কসমেটিক, জুতা, হাত খরচার বায়না মেটায় সে আর কেউ না তোমার মা।
বাবার বকুনি থেকে যে তোমাকে বার বার বাঁচায় সে আর কেউ না তোমার মা।
জ্বর হলে যে তোমার মাথার জলপটি দিয়ে সারারাত বসে তোমার জন্য সৃষ্টিকতার কাছে প্রার্থনা করে সে আর কেউ না তোমার মা।
ভালো খারাপ সব পরিস্থিতিতে যে তোমার পাশে থাকে সে আর কেউ না তোমার মা।
বিনা প্রয়োজনে যে বার বার তোমাকে ডাকে সে আর কেউ না তোমার মা।
তুমি কী জানো মা কে ছাড়া তোমার পৃথিবী অন্ধকার।
আত্মীয় বাড়ি গেলে যে মানুষটি বার বার ফোন করে বলে কী রে খেয়েছিস কোনো সমস্যা হচ্ছে না তো ঠিক আছিস তো সে আর কেউ না তোমার মা।
তোমার চোখে জল দেখলে যে নিজের কেঁদে ফেলে যার নিজের সব সুখ তোমার মধ্যে খুঁজে পায় সে আর কেউ না তোমার মা।
কোন কারণ ছাড়াই বিনা স্বার্থে যে তোমাকে ভালোবাসে সে আর কেউ না তোমার মা।
মা কী চাই তোমার থেকে জানো? ★**★*****★*****
মা চাই তুমি ভালো থাকো। তুমি এভাবেই হাসি খুশি থাকো
মা চাই শতো বিজি থাকলেও তুমি একটু সময় দেও তাকে
মা চাই হাসি মুখে তুমি তাকে বার বার মা মা বলে ডাকো
মা চাই তুমি তার কাছে সারা জীবন ছোট থাকো ☺️☺️
মা কে অনেক ভালোবাসি কিন্তু কখনো বলা হয়নী মা সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি ছাড়া এই পৃথিবীর অন্ধকার।
❤️❤️ লেখিকা ★( Aradhya) ★ ❤️❤️
নতুন নতুন গল্প, কবিতা , ছোট গল্প পড়তে আমাদের ব্লগগার ফলো করুন 👉 ওগো অপরিচিতা😍
গল্প ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন।
ধন্যবাদ। ❤️
0 মন্তব্যসমূহ