১. পেয়ারাতে কোন ভিটামিন থাকে?
উত্তর : ভিটামিন সি
২.তেতুলে কোন অ্যাসিড থাকে?
উত্তর : টারটারিক অ্যাসিড
৩: কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর : ভিটামিন এ
৪: দুধে কোন অ্যাসিড থাকে?
উত্তর : ল্যাকটিন এসিড
৫.মানবদেহের দাঁতের মাড়ি কে সুস্থ রাখতে কোন ভিটামিন সহায়তা করে?
উত্তর : ভিটামিন সি
৬.কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়?
উত্তর : ভিটামিন বি কমপ্লেক্স
৭. কোন ভিটামিনের অভাবে ছোটদের রিকেটস এবং বড়দের অস্টিও ম্যালেশিয়া রোগ হয়?
উত্তর : ভিটামিন ডি
৮.সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?
উত্তর : ভিটামিন ডি
৯.আপেলের কোন এসিড থাকে?
উত্তর :ম্যালিক এসিড
১০. কমলা লেবুতে কোন ভিটামিন থাকে?
উত্তর : ভিটামিন সি
১১. কোন ভিটামিনের অভাবে মানবদেহের রক্তক্ষরণ বন্ধ হয় না?
উত্তর : ভিটামিন কে
১২. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উত্তর : ভিটামিন সি
১৩.লেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তর : সাইট্রিক এসিড
১৪.আপেলে কোন ভিটামিন থাকে ?
উত্তর : ভিটামিন এ
১৫.আনারস এ কোন ভিটামিন থাকে ?
উত্তর: ভিটামিন সি, ভিটামিন এ
১৬.আঙ্গুর এ কোন ভিটামিন থাকে ?
উত্তর: ভিটামিন সি
১৭.কলাতে কোন ভিটামিন থাকে?
উত্তর : ভিটামিন সি
১৮.আমে কোন ভিটামিন থাকে ?
উত্তর : ভিটামিন এ, ভিটামিন সি
১৯. কোন ভিটামিনের অভাবে জিহাতে ঘা হয়?
উত্তর : ভিটামিন বি
২০.কোন ভিটামিনের অভাবে ত্বক খসখসে হয়ে যায়?
উত্তর :ভিটামিন ই
0 মন্তব্যসমূহ