১) বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মাননীয় ডাক্তারি পত্রিকার নাম কি?
উত্তর: দ্য ল্যানসেট
২) সম্প্রতি দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: সুইজারল্যান্ড
৩) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।
৪) যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: আব্রাহাম লিংকন।
৫) বহুমুত্র রোগে কোন হরমোনের দরকার?
উত্তর: ইনসুলিন।
৬) "বিদ্রোহী " কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: অগ্নিবীণা।
৭) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: রোম।
৮) কবি কাজী নজরুল ইসলাম "সঞ্চিতা" কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৯) লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
উত্তর: শায়েস্তা খান।
১০) NATO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
১১) পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
উত্তর: ফরমিক এসিড।
১২) রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল।
১৩) ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু কত সালে শুরু হয় ?
উত্তর: ১৯৭১ সালে
১৪)পৃথিবীতে প্রথম বিশ্ব যুদ্ধ কত সাথে হয় ?
উত্তর: ১৯১৪ সালের ২৮ জুলাই
১৫) করোনা কত সাথে শুরু হয় ?
উত্তর: ২০১৯ সালের ডিসেম্বর মাসে।
১৬)তাজ মহল কে নির্মাণ করেন ?
উত্তর: মুঘল সম্রাট শাহজাহান।
১৭) WHO পূর্ণ রূপ কী ?
উত্তর: World Health Organization
১৮) বিশ্ব নারী দিবস কত তারিখ ?
উত্তর: ৮ই মার্চ।
১৯)ফাদার’স ডে কত তারিখ ?
উত্তর: প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয়।
২০) এপ্রিল ফুল কত তারিখ পালন করা হয় ?
উত্তর: এপ্রিল মাসের ১ তারিখ।
2 মন্তব্যসমূহ
অনেক ধন্যবাদ অনেক উপকার হলো
উত্তরমুছুনআপনাকে ধন্যবাদ
মুছুন