১. কোন কোন খাবার খেলে মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় ? 

উত্তর : কাজুবাদাম, আনারস, আঙ্গুর, পেঁপে, দই 


২. কোন কোন খাবার খেলে ছেলে মেয়েদের নতুন চুল গজায় ? 

 উত্তর : কালোজিরা, আমলকি, কড়াইশুঁটি 


৩. কোন কোন খাবার খেলে পেটের মেদ কমে ? 

উত্তর :  গ্রিন টি, টক দই 


৪. কোন কোন খাবার খেলে ছেলেদের বীর্য গাঢ় হয় ? 

উত্তর : কাঁচা রসুন, মধু, দুধ 


৫. কোন কোন খাবার খেলে পেট ঠান্ডা থাকে এবং পরিষ্কার হয় ? 

উত্তর : ইসবগুল, মৌরি ও জিরার জল, অ্যালোভেরা জুস, তুলসী পাতার রস 


৬. কোন কোন খাবার খেলে ত্বক চকচকে সুন্দর মসৃণ হয় ? 

উত্তর : গাজর, বাদাম, চকলেট, টক দই 


৭. কোন কোন খাবার খেলে মেয়েদের ডিম্বাণু তৈরি হয় ? 

উত্তর : অ্যাভোকাডের বিন্স, ড্রাইফুইটস মসুর ডাল, আদা, ও তিলের বীজ 


৮. কোন কোন খাবার খেলে মেয়েদের সাদা স্রাব ভালো হয় ? 

উত্তর : ঢেঁড়স, ভাতের মাড়, মেথি, ধনেপাতা 


৯. কোন কোন খাবার খেলে ডায়াবেটিস হবে না ? 

উত্তর : নারকেলের জল, চিনি ছাড়া লেবু জল, মেথি মেজানো জল, শশার রস এবং চিয়া বীজের জল 


১০. কোন কোন খাবার খেলে বয়স কম দেখায় ?

উত্তর : মাশরুম, দুধ, গ্রিন টি , তিসি 


১১. কোন কোন খাবার খেলে চুল পড়ে যায় ? 

উত্তর : চিনি বা চিনি মিশ্রিত খাদ্য দ্রব্য 


১২. কোন কোন খাবার খেলে আয়ু কমে যায় ? 

উত্তর : ঠান্ডা ভাত বা চা বারবার গরম করে খেলে 


১৩.  কোন কোন খাবার খেলে মেয়েদের যৌন ইচ্ছা তিন গুণ বেড়ে যায় ?

উত্তর : রসুন, ডার্ক চকলেট 


১৪. কোন কোন খাবার খেলে হার্ট অ্যাটাক হবে না ? 

উত্তর : লাউ, জাম্বুরা, লেবু জল, ছোলা, ডুমুর, রসুন 


১৫.কোন কোন খাবার খেলে মেয়েদের যৌন ইচ্ছা ফুরিয়ে যায় ? 

উত্তর : পনির, সয়াবিন,কফি,  অ্যালকোহল চিজ, কর্নফ্লেক্স