১.জীববিজ্ঞানের জনক কে ?
উত্তর: অ্যারিস্টটল
২.পদার্থবিজ্ঞানের জনক কে ?
উত্তর: গ্যালিলিও গ্যালিলেই (Galileo Galilei) এবং স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton)
৩.রসায়নের জনক কে ?
উত্তর: রবার্ট বয়েল
৪.গনিতের জনক কে ?
উত্তর: ইউক্লিডকে
৫.প্রাণীবিজ্ঞানের জনক কে ?
উত্তর: অ্যারিস্টটলকে
৬. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
উত্তর: থিওফ্রাস্টাস
৭. বিন্যাসবিধির জনক কে ?
উত্তর: ক্যা১রোলাস লিনিয়াস
৮. দর্শনের জনক কে ?
উত্তর: সক্রেটিস
৯.ইতিহাস জনক কে ?
উত্তর: হেরোডোটাস
১০.ভূগোলের জনক কে ?
উত্তর: এরাটোসথেনিস।
১১.রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
উত্তর: থকলোক্রেটিজ
১২.অর্থনীতির জনক কে ?
উত্তর: আদম স্মিথ।
১৩. পৌরনীতির জনক কে ?
উত্তর: অরিস্টটল৷
১৪. ফেসবুকের জনক কে ?
উত্তর : মার্ক জুকারবার্গ।
১৫.টেলিফোনের জনক কে ?
উত্তর :এলেকজান্ডার গ্রাহাম বেল
১৬.টেলিভিশনের জনক কে ?
উত্তর : জন লগি ফার্নসওর্ত।
১৭.কম্পিউটারের জনক কে ?
উত্তর : চার্ল্স ব্যাবেজ।
১৮. মনোবিজ্ঞানের জনক কে ?
উত্তর : বিজ্ঞানী সিগমুন্ড ফ্রোয়েড।
১৯. বাংলা সাহিত্যের জনক কে ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২০.পিথাগোরাস এর জনক কে ?
উত্তর : গণিতবিদ পিথাগোরাস।
0 মন্তব্যসমূহ