খাবার যেমন আমাদের শরীরের জন্য উপকারী। ঠিক তেমনি অতিরিক্ত খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর। খাবার গ্রহণের সময় আমাদের অবশ্যই সতর্কতার সঙ্গে খাবার গ্রহণ করা উচিত না হলে Food Poisoning হতে পারে।
এবার জানা যাক Food Poisoning এর আসল কারণটা কী মূলত কি কারন?
Food Poisoning এর কারণ : মূলত রাসায়নিক বা জীবাণু দ্বারা খাদ্য ও জল সংক্রমিত হলে, সেই খাদ্য ও জল গ্রহণ করার ফলে Food Poisoning হয়।
কিভাবে বুঝবেন আপনার Food Poisoning হচ্ছে লক্ষণ গুলো কি? যে কোন রোগেরই আলাদা আলাদা লক্ষণ থাকে তাই আমাদের প্রত্যেকটা রোগের লক্ষণ জানতে হবে। তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা করতে পারব বাড়িতে।
লক্ষণ:
১.Food Poisoning হলে, ডায়রিয়া, বমি বমি ভাব, গা গোলানো, পেটে মোচড়, পেটে ব্যাথা, দেখা দেই।
২. কখনো কখনো জ্বর আসতে পারে এছাড়াও জলশূন্যতা, শ্বাসের ধীর গতি, দ্রুত নাড়ীর স্পন্দন, অনু জ্জ্বল ত্বক দেখা দেই।
Food Poisoning হলে কী করবেন তার কিছু টিপস 👉
১. কোন খাবার তখন রোগীকে দেওয়া যাবে না।
২. ও আর এস একটু গরম জলের সাথে দিতে হবে।
৩. রোগী যদি অতিরিক্ত অসুস্থ হয় সেই ক্ষেত্রে রোজা হাসপাতালে নিয়ে যেতে হবে, হাসপাতালে ভর্তি করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্য বিষয়ে নতুন নতুন টিপস পেতে সঙ্গে থাকুন ☺️ সবাই সুস্থ থাকুন।
0 মন্তব্যসমূহ