আমি আরাধ্যা রায় ( নন্দনী) আমি মা বাবাকে নিয়ে কিছু কথা বলবো। শুধু আমার মা বাবা নয় পুরো পৃথিবীর মা বাবা। কারণ মা বাবা তো মা বাবাই হয় তাদের সবার কাজ একই রকম হয়ে থাকে সন্তানদের জন্য।
মা হলো মানসিক শান্তি ❤️আর বাবা হলো আগলে রাখার ভালো রাখার শক্তি।
কেন জানি না মা বাবা শব্দ ২টা এতো মধুর ☺️আমরা সবাই কর্মক্ষেত্রে বাড়ির বাইরে যায় স্কুল বা কলেজ বা নানা কাজে যখন বাড়ি ফিরি তখন , প্রথমে মা কে না দেখলে চিৎকার করে মা মা বলে ডাকি।
হয়তো মা এর সাথে কোনো কাজ নেই তবুও না ডাকলে না দেখলে ভালো লাগে না😌।
যখন চিৎকার শুনে মা সামনে এসে বলে কী হয়েছে তখন কেন জানি না হৃদয়ে মানসিক একটা শান্তি আসে ☺️,আসলে মা যে কী জিনিস সেটা যার মা আছে সে জানে ☺️ আর যার মা নেই সেই জানে 😌
মন খারাপ হলে, মা কে জড়িয়ে ধরলে মনটা হালকা হয়ে যায় মায়ের কোলো মাথা রেখে ঘুমালে মনে হয় আর কী চাই আমি তো সব সুখ পেয়ে গেছি
বাবাও ঠিক তেমনি নিজে ছেড়া জামা, জুতো পড়বে, দিন রাত পরিশ্রম করবে নিজের সন্তানকে ভালো রাখার জন্য 😌 নিজের সন্তান এর জন্য নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রাখবে।
☺️অবশ্য প্রতিটি বাবার কাছে তার মেয়ে রাজকন্যা হয়। ❤️ নিজে রাজা না হয়েও সবটুকু দিয়ে তার মেয়েকে রাজকন্যা মতো রাখেন। তবে হ্যাঁ একটা কথা বলতেই হয় মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে হয়তো এটা প্রকৃতির নিয়ম 😊
🤷♀️ প্রতিটি বাবা একটু বাইরে থেকে রাগী চেহারার হলেও ভিতর থেকে নরম, 😄 সন্তান বাড়ি ফিরতে দেরি হলে মা বসে থাকে।
কিন্তু বাবাও জেগে থাকে সত্যি মা বাবা যার আছে সে কখনো গরিব হতে পারে না 👌।
কখনো না আমারা কেউ বলতে পারিনী মা বাবা আই লাভ ইউ, বড্ড ভালোবাসি তোমাদের। তাই মন খুলে আজ মা বাবাকে নিয়ে কিছু কথা লিখে গেলাম।
পৃথিবীর সব মা বাবার ভালো থাক সব মা বাবার দীর্ঘআয়ু হোক তার সন্তান ও তাকে আগলে রাখুক । ❤️❤️💙
( আরাধ্যা রায় লেখিকা ) 💙
2 মন্তব্যসমূহ
খুব সুন্দর লিখেছো
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুন