১. পিঁপড়ের হুলে  কোন এসিড উপস্থিত থাকে? 

উত্তর :  ফরমিক অ্যাসিড


২.  একটা খনিজ এসিড এর উদাহরণ দাও ? 

উত্তর : সাধারণ লবণ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড


৩. ল্যাকটিক অ্যাসিড থাকে কিসে? 

উত্তর : দইতে


৪. ম্যালিক এসিড থাকে কোন ফলে? 

উত্তর : আপেল


৫. হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসের সাথে বিক্রিয়া করে  লবন ও জল উৎপন্ন করে? 

উত্তর : ক্ষারের 


৬.লঘু এসিড বলা হয় কাকে? 

উত্তর : হাইড্রোক্লোরিক অ্যাসিডকে  


৭. নাইট্রিক এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 

উত্তর : লবন ও জল 


৮. ক্লোরিন শিল্প প্রস্তুতি কোন এসিড ব্যবহার করা হয়? 

 উত্তর : হাইড্রোক্লোরিক এসিড


৯. বৈদ্যুতিক সেল তৈরি করতে কোন এসিড ব্যবহার করা হয? 

উত্তর : নাইট্রিক অ্যাসিড  


১০. হাইড্রোক্লোরিক   এসিডের সংকেত কি? 

উত্তর :HCL


১১. রাসায়নিক পদার্থের রাজা বলা হয় কাকে? 

উত্তর : সালফিউরিক অ্যাসিডকে


১২. বস্ত্র ও কাগজ শিল্পে  এবং ওষুধ প্রস্তুদের কোন এসিড ব্যবহার করা হয়? 

উত্তর : সালফিউরিক অ্যাসিড


১৩.রাবার শিল্পে কোন ক্ষার ব্যবহার করা হয় ? 

উত্তর : সোডিয়াম হাইড্রোক্সাইড 


১৪. কস্টিক সোডা বলা হয় কাকে? 

উত্তর : সোডিয়াম হাইড্রোক্সাইডকে 


১৫. জৈব রঞ্জক পদার্থ উৎপাদনে কোন ক্ষার ব্যবহার করা হয়? 

উত্তর : সোডিয়াম হাইড্রোক্সাইড 


১৬.  চিনির মধ্যে কয়েকফোঁটা সালফিউরিক অ্যাসিড দিলে চিনির রং কেমন  পরিণত হবে? 

উত্তর : কালো কার্বন


১৭. খাবার লবনের সংকেত কি? 

উত্তর:NaCl


১৮. টারটারিক এসিড পাওয়া যায় কিসে? 

উত্তর : তেঁতুলে


১৯.  অতি লঘু পদার্থ গুলি উদাহরণ দাও? 

উত্তর : ম্যাগনেসিয়াম নাইট্রেট ও অক্সিজেন 


২০. অ্যামোনিয়াম গ্যাসের সাথে কোন গ্যাস বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোয়া?

 উত্তর : হাইড্রোক্লোরিক গ্যাস