আমিই এই গল্পের লেখিকা আবার গল্পটাও আমার। সত্যি বলতে বিশ্বাস করবে কিনা জানি না তবে যদি বলি আমি অন্য রকম একজন মানুষ, আমার চিন্তাধারাও আলাদা।
২০২৩ সালে দাঁড়িয়ে সবার চিন্তাধারা একটু মর্ডান কিন্তু আমি মোটেও মর্ডান নই বরং আমাকে একটু ব্যাকডেটেড বললেই চলে। আমি মধ্যবিত্ত পরিবারে মেয়ে কিন্তু সবার আদরের।
তোমরা ভেবো না কিন্তু যে আমি গল্প লিখি বলে গল্প বলছি তবে হ্যাঁ এটাও গল্প তবে আমার জীবনের সত্য গল্প।
এবার আসি আসল কথায় অনেকই বলে দূরে থেকে নাকি ভালোবাসা যায়না। ভালোবাসলে সবসময় কাছেই থাকতে হয় একসঙ্গে থাকতে হয়। কিন্তু আমি বিশ্বাস করিনা আমি বিশ্বাস করি ভালোবাসলে সবসময় কাছে না বরং পাশে থাকতে হয়।
আমি একজন কে খুব ভালোবাসি কিন্তু সে তো আমার থেকে অনেকটায় দূরে থাকে কিন্তু সে সবসময় আমার পাশে থাকে।
ওর আর আমার ভালোবাসাটা একটু আলাদা কারণ অন্য পাঁচটা ভালোবাসার মতো না।
বর্তমানে প্রায় সবার ভালোবাসা এমনই দেখি দিন-রাত চেটিং, ফোনে কথা বলা, মাঝে মাঝে দেখা করা ঘুরতে যাওয়া, স্পেশাল কোন দিনে দামি গিফট দেওয়া দিন-রাত আই লাভ ইউ, আই মিস ইউ বেবি, সোনা এসব বলা।
কিন্তু আমার ভালোবাসা অন্য রকম আগেই বললাম আমি একটু ব্যাকডেটেড, আমি মন থেকে বিশ্বাস করি আমার জীবনে এই ভালোবাসার মানুষটিকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে।

আমার কাছে আমার ভালোবাসার মানুষটির জন্য কোনো স্পেশাল দিন নেই আমার কাছে প্রতিটি দিনই স্পেশাল, কেননা আমি প্রতিদিন তার ভালোবাসা পায় তাকে ভালোবাসি।
আমার ভালোবাসার মধ্যে দিনে ১০০ বার আই লাভ ইউ, আই মিস ইউ বেবি, সোনা এসব বলা নেই আমার ভালোবাসায় বলা আছে তুই ঠিক আছিস তো, তুই খেয়েছিস, তুই কী করছিস,তোর শরীর ঠিক আছে তো তুই প্রে করছিস তো।
বর্তমানে প্রায় মানুষই তার ভালোবাসার মানুষের জন্মদিনে দামি গিফট, অনেক সারপ্রাইজ, আবার কেক কেটে সেলিব্রেট করে কিন্তু সত্যি বলতে আমার ভালোবাসায় এসব নেই, আমার ভালোবাসার মানুষের জন্মদিনে আমি শুধু তার জন্য প্রে করি তার দীর্ঘ আয়ু কামনা করি তার মঙ্গল কামনা করি। তার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষ রোপণ করি, ছোট বাচ্চাদের চকলেট, কেক কিনে দিই।
অনেকেই, সবাই বলবো না, তার ভালোবাসার মানুষের সাথে ঝামেলা হলে তাকে ব্লক করে রেখে দেই বা অন্য কারুর সাথে কথা বলে কিন্তু আমি ঝামেলা হলে আমার ভালোবাসা মানুষটির কল, এসএমএস এর অপেক্ষায় বসে থাকি।

আমি মুখের আই লাভ ইউ বলার ভালোবাসায় বিশ্বাসী নয়। আমি হৃদয়ের ভালোবাসাই বিশ্বাসী। হৃদয় দিয়ে ভালোবাসলে সে দূরে থাকুক বা কাছে তার প্রতি কখনো ভালোবাসা কমবে না আর দূরত্ব ও তৈরি হবে না।
বিশ্বাস, ভরসা সম্পূর্ণ নিজের ব্যাপার, তুমি বিশ্বাস করে দেখবে কখনো ঝামেলা দূরত্ব হবে না।
আমরা একে অপরের থেকে দূরে তাই আমাদের ভালোবাসা কত পবিত্র, কোনো অবিশ্বাস, সন্দেহ নেই কারণ আমরা ২ জনই জানি যাই হয়ে যাক না কেন দিন শেষে ঠিক আমরা আবার একে অন্যের সঙ্গে সব ঠিক করে নিবো। আমাদের মাঝে যত দূরত্বই থাকুক না কেন আমরা কথা বলে সব দূরত্ব মিটিয়ে নিবো কারণ বিশ্বাস টা যে রয়ে গেছে।
এই জন্যই বুঝি সবাই বলে
দূরত্ব কখনো ভালোবাসা কমাতে পারে না
আমি আমার ভালোবাসার মানুষকে খুব ভালোবাসি তবে ও আমাকে পাগলের মতো ভালোবাসে। হয়তো আমাদের ভালোবাসা টা একটু ব্যাকডেটেড, হয়তো আমাদের দেখা হয় না কিন্তু তবুও যখন ভাবি ও সব সময় আমার আছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে আমাদের সাথে ঠিক তখন অন্য রকম একটা জোর পায় মনে। সত্যি আমি খুব ভাগ্যবতী ওর মতো মানুষকে ভালোবাসতে পেরেছি ও সবার থেকে আলাদা।
 
একটা কথা বলি তোমাদের, সত্যিকারের মন থেকে কাউকে ভালোবেসে দেখ তোমার সামনে হাজার সুন্দর, মর্ডান, বড়লোক, শিক্ষত, যাই আসুক না কেন কাউকে তোমার ভালো লাগবে না, কারুর দিকে তোমার তাকাতে ইচ্ছে করবে না। সে যেমন তাকে তেমন ভাবে মানিয়ে নিয়ে তাকে ভালোবাসবে। বরং তার জন্য তুমি নিজে পরিবর্তন হবে,তাকে ভালোরাখার জন্য, তার মুখে হাসি দেখার জন্য তুমি নিজে পাগলামি করবে।
নারী হোক বা পুরুষ একজনের প্রতি আসক্ত, অভ্যস্ত হয়ে দেখো জীবন কত সুন্দর আর ভালোবাসা কতটা পবিত্র।
আর তখন দেখবে ভালোবাসার মানুষকে হারানোর ভয় থাকবে না, কেউ ডিপ্রেশনে যাবে না, কেউ ঠকবে না, কেউ সুইসাইড নামক পথটি বেঁছে নিবে না।
 
আমারা সবাই তো মানুষ আমরা সৃষ্টির সেরা জীব। মানুষের বুদ্ধিও অতুলনীয়। আমরা চেষ্টা করলে সবই করতে পারি আমরা যদি চেষ্টা করি আমরা সুন্দর ভাবে চলবো, কাউকে কষ্ট দিবো না কারুর সর্বনাশ করবো না, তাহলে দেখবে পৃথিবী টা কতটা সুন্দর আর সবাইকে ভালোবাসতে শিখো কারণ ভালোবাসা পেলে একটা পশুর হৃদয় ও গলে যায়।
 
লেখিকা (আরাধ্যা)