হৃদয় : দাঁড়ানা উঠছি তুমি রেডি হও আর উর্মি রেডি করো আমার বেশি সময় লাগবে না তো।
দেবযানী : সে তো আমরা রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি ওঠে প্লিজ রেডি হও।
কোন জামাটা পড়বে মা দেখো।
উর্মি : মা নতুন জামা পড়ে কোথায় যাব আমরা?
দেবযানী : বাবার অফিসে যাব বাবাকে গিফট দেবে আজকে।
উর্মি : সত্যি মা, কী মজা
দেবযানী : হুম মা তুমি তাড়াতাড়ি রেডি হও
হৃদয় : গুড মর্নিং মামনি
উর্মি : পাপা Happy Father Day. l Love You.
হৃদয় : 😊😊😊😊 l Love You too মামনি দেখছো আজকের দিনটা ও মনে রেখেছে।
দেবযানী : বা তা রাখবে না তোমার মেয়ে সব মনে থাকে ডাইরি তে লিখে রাখে পাকা বুড়ী একটা 😀
হৃদয় : হুম, বলছি তোমারা এসো আমি নিচে গিয়ে গাড়ি বের করছি।
৪৫ মিনিট পর
উর্মি : পাপা আমরা চলে এসেছি, 😊
হৃদয় : হ্যাঁ মামনি, এবার চল নামো মায়ের সঙ্গে আস্তে আস্তে অনেক লোক দেখেছো তো।
দেবযানী : হ্যাঁ মা এসো আমার সাথে ।
আসুন ম্যাডাম, আসুন স্যার You are Welcome স্যার
হৃদয় : Thank You.
এংকার : আজকে আমাদের Welcome to the Courage and Integrity Awards আমাদের আজকে আয়োজিত অনুষ্ঠান সেসব মানুষের নিয়ে যারা আমাদের দেশ, আমারদের জাতি উন্নয়নে নিজের জীবনের কথা না ভেবে সাহসীকতা এবং সততা নিয়ে কাজ করে গেছেন। আপনারা সবাই ই জানেন কিছু দিন আগে আমাদের কাশ্মীরে যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে তারা তাদের সবটুকু দিয়ে লড়াই করেছে এবং সফল হয়েছে। আজ আমারা সেসব সাহসীকতা এবং সততার পরিচয় দেওয়া army দের পুরস্কার বিতরণ করতে চলেছি, আর আজকে পুরস্কার বিতরণ করবেন আমাদের প্রধানমন্ত্রী।
কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে আপনারা একটু ধৈর্য রেখে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।
উর্মি : পাপা তোমাকে গিফট দিবে।
হৃদয় : হ্যাঁ মামনি তুমি ও তো যাবে আমার সাথে গিফট আনতে।
দেবযানী : হৃদয় মা ফোন করছে আমি একটু কথা বলে আসি তুমি উর্মি রাখো আমি আসছি।
হদয়: ঠিক আছে যাও তাড়াতাড়ি এসো।
দেবযানীর মা : কী রে জামাইকে টিভিতে দেখাচ্ছে না কেন বলতো। আমারা সবাই দেখার জন্য বসে আছি।
দেবযানী: মা এখনো তো অনুষ্ঠান শুরু হয়নী একটু পর থেকে দেখাবে। তোমাদের কতো বার বললাম আসতে তোমারা তো আসলে না।
দেবযানীর মা : তোর বাবার শরীর টা খারাপ না থাকলে যেতাম ঠিক আছে তাহলে রাখ উর্মি কে দেখে রাখিস৷
দেবযানী : ঠিক আছে।
লেখিকা : আরাধ্যা রায়
Part - 2 পড়তে এখানে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে
0 মন্তব্যসমূহ