এংকার : শুরু এখন আমাদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছে স্যার উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এক এক জন করে আমি মঞ্চে  ডাকবো পরিস্কার নেওয়ার জন্য তারা মঞ্চে এসে   প্রধানমন্ত্রী হাত থেকে পরিষ্কার গ্রহণ করবে। 

প্রথমে ডেকে নিচ্ছি সাহসীকতার পরীচয় দেওয়া টিম এর প্রধান রবিন  পান্ডে welcome the Robin Pandey. 


পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিলো **************


হৃদয় : বাবা আজ আমার সপ্ন পূরণ হতে চলেছে আর তুমি কিনা সেটা দেখছোনা সত্যি বাবা কত জেদ তোমার ৯বছরে কী তোমার একটা বারও আমার সাথে দেবযানী উর্মির সাথে দেখা করার ইচ্ছে হয়নী, কত মিস করেছি এখন ও করি। (মনে মনে ভাবছে)  


দেবযানী : হৃদয় কী ভাবছো বলো তো এখন ই তো তোমার ডাক পড়বে। 


হৃদয় : কিছু ই না  


এংকার : এবার আমার যাকে পুরস্কার বিতরণ করতে  চলেছি সে শুধুমাত্র সাহসিকতার পরিচয় দেয়নি তার পাশাপাশি দিয়েছে সততা, সফলতা,  এই ডিপার্টমেন্টের সবার থেকে জুনিয়র কিন্তু নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি আপনার হয়তো বুঝেই গিয়েছে কার কথা বলছি কিছু দিন আগে যে হাসপাতালে ভর্তি ছিল হাতে গুলি লাগাই। এখন ডেকে নিবো হৃদয় চক্রবর্তীকে welcome the Hridoy Chakraborty. 


হৃদয় :  স্যার এটা আমার মেয়ে আপনি ওর হাতেই এটা দিন মাননি নাও ♀️

Thank you  স্যার 


এংকার : স্যার আজকে জাতীয় পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে যদি বলতে একটু সবাইকে। 


হৃদয় : অবশ্যই,  আমি হৃদয় আমার নাম আপনারা সবাই জানেন। আজ Father Day  আমার মেয়ে আমাকে সকালে উঠে বলছে পাপা Happy Father Day  আই লাভ ইউ পাপা। 

ছোট বেলা থেকে ই আমার ইচ্ছে ছিল আমি আর্মি হবো। যুদ্ধ করবো, দেশের জন্য কাজ করবো। ছোটবেলা থেকেই মাঠে দৌড়াতাম। আমার সপ্ন  ছিল আমি পুরষ্কার পাবো দেশের জন্য কাজ করার জন্য আজ সপ্ন টা পূর্ণ হলো তবে অংশিক, আমি আমার পুরস্কারটা আমার মেয়েকে দিয়ে নেওয়ালাম কিন্তু আমার স্বপ্ন তো এটা ছিল  যে পুরস্কারটা আমি আমার বাবাকে দিয়ে নেওয়াবো। কিন্তু সবই ভাগ্য।  আমার বাবাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবাই বলে ছেলেরা মা পাগল হয় কিন্তু আমি বাবা পাগল কারণ ছোটবেলায় মা চলে যায় বাবাই আমাকে মা বাবার ২ জনের অভাব পূরণ করেছে। আমার আর্মি হওয়ার বাবার পছন্দ না বাবা চাইতো আমি ডাক্তার হই কিন্তু ওই যে নেশা আমার আর্মি হওয়ার। বাবার মতোই বিরুদ্ধে গিয়ে মাঠে দাড়াই, টিকেও যায়, ভাইবা দিয়ে চাকরি টাও পেয়ে যায়। আমি ভেবেছিলাম বাবা আমাকে এতো ভালোবাসে আমার চাকরি কথা শুনে বাবা সব রাগ ভুলে যাবে কিন্তু না আমার বাবা আমার চাকরি কথা শুনে রাগতো ভুললোই না বরং আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলো আমার সাথে আর যোগাযোগ রাখেনী। আমার wife, আমার মেয়ে কাউকে ই এখন পর্যন্ত দেখেনী। ৯ বছর হয়ে গেছে বাবাকে দেখিনা, কেমন আছে জানি না খবর নিতে চেয়েও পারিনী কারণ আমার বাবা দিব্যি দিয়েই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিন যে কোনোদিন কারুর থেকে খোঁজ নিলে বাবার ক্ষতি হবে। 😌

 

আমি প্রতিদিন বাবাকে মিস করি আর মনের কথা ডাইরি লিখে রাখি। বাবার আমার কোনো অভাব রাখেনী কখনো। আমাকে কত ভালোবেসে ছে কিন্তু আমার সপ্নটা পূরণ হলে এমন করবে বুঝতে পারিনী। 


আজ তো Father Day  হয়তো বাবা জানছে না আমি  জাতীয় পুরস্কার পেয়েছি কিন্তু আমি বলতে চাই বাবা তুমি আমার জীবনের সকল আলোর পথ, তোমাকে ছেড়ে আমি ভালো নেই, অনেক মিস করি তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা তোমাকে, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ আমার এই পুরুষ্কার টা শুধু তোমার জন্য পেয়েছি কারণ মা চলে যাওয়ার পর তুমি আমাকে মা, বাবার সবার চাহিদা মেটিছো। ভালোবেসেছো এতো যে কখনো বুঝতে দাওনী মা আমাকে ছেড়ে চলে গেছে। বাবা আই লাভ ইউ 😭😭😭😭😭😭


কাঁদতে কাঁদতে হাঁটু গেরে মঞ্চে বসে পড়লো হৃদয় 


উর্মি : পাপা তুমি কাঁদছো কেন কেঁদো না পাপা আমি তো তোমাকে কত ভালোবাসি। 


হঠাৎ নিলিমা আন্টি মঞ্চে উঠে এলো হৃদয় উঠো। 


হৃদয় : আন্টি আমি সত্যি টা বলছি তোমার বাবা কেন আর্মি পছন্দ না। তোমার আঙ্কেল  আর্মি ছিল। আর তুমি তো জানো তোমার আঙ্কেল আর তোমার বাবা বেস্ট ফ্রেন্ড।

 সীমান্তপাড়ে যুদ্ধ হলো সেই যুদ্ধে আর আঙ্কেল মারা যায়। 

তমা, নীড় তখন খুব ছোট।  বেস্ট ফ্রেন্ড চলে যাওয়াটা তোমার বাবা কিছুতেই মেনে দিতে পারিনি। তখন থেকে আর্মি প্রতি তার একটা অন্যরকম ভয় কাজ করে তাই তোমার আর্মির চাকরি করাটা পছন্দ না। ভেবেছিলো তুমি ডাক্তার বা অন্য চাকরি করেন তার কাছে থাকো। বেস্ট ফ্রেন্ড কে হারালো তোমার মা চলে গেল। তোমাকে হারাতে চাইনি তোমার বাবা। আর কে বলোছে তোমার সফলতা দেখতে আসেনি। 


হৃদয় : মানে আন্টি বাবা এসেছে। কোথায় বাবা 


নিলিমা :  মোহন দাদা আসুন 


হৃদয় : বাবা 😭😭😭😭😭 ( বাবাকে জড়িয়ে ধরলো হৃদয় মঞ্চে দাঁড়িয়ে)  


মোহন : বাবু  তোকে হারাতে চাই না আমি। দিদিভাই এসো আমার কাছে। 


হৃদয় : মামনি দাদু এসো। 



মোহন : বৌমা চলো তোমারা দিদিভাই কে নিয়ে বাড়ি চলো। 


দেবযানী : বাবা 🙏🙏🙏🙏🙏🙏🙏

 

( বাবা যতদিন থাকে ততদিন আমাদের মাথায় ওপর ছাদ হয়ে থাকে, বাবা একটা অন্য রকম জিনিস। জীবনে অন্ধকার থেকে আলোর পথ বাবাই দেখায়। আমাদের সবার Father Day ডে বাবার সাথে এনজয় কটা উচিত। অন্তত এই দিনটা বাবাকে একবার বলা উচিত বাবা অনেক ভালোবাসি তোমাকে। 🙂🙂🙂🙂🙂)


লেখিকা ( আরাধ্যা রায়)