১. ভূগোলের জনক কে?
উত্তর : এরাটোসথেনিস
২. চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পর্যবেক্ষণ করেন কে?
উত্তর : অ্যারিস্টটল
৩. বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম কি?
উত্তর : ইউরি গ্যাগারিন
৪. বিশ্বের সর্বপ্রথম চন্দ্রাভিযানকারীর নাম কি?
উত্তর : নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন
৫. নীল গ্রহ বলা হয় কাকে?
উত্তর : পৃথিবীকে
৬. কুলীন গ্রহের সংখ্যা কত টি?
উত্তর : ৮ টি
৭. বামন গ্রহের সংখ্যা কতটি?
উত্তর : ৫ টি
৮. পৃথিবীর যমজ ভাই বলা হয় কাকে?
উত্তর : শুক্রকে
৯. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?
উত্তর : বৃহস্পতি
১০. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?
উত্তর : শুক্র গ্রহ
১১. পৃথিবীর দ্রুরতম গ্রহের নাম কি?
উত্তর : নেপচুন
১২. সর্বপ্রথমে সৌরজগতের মডেল প্রস্তুত করেন কে?
উত্তর : ইউডোক্সাস
১৩. কত তারিখে পৃথিবীতে মকর সংক্রান্তি হয়?
উত্তর : ২২ ডিসেম্বর
১৪. কত তারিখে পৃথিবীতে কর্কট সংক্রান্তি হয়?
উত্তর : ২১ জুন
১৫. G P S এর full From কী?
উত্তর : GPS এর পূর্ণ নাম হলো Global Positioning System।
১৬. সর্বপ্রথম জিয়ড শব্দটির ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
উত্তর : জোহান বেনেডিক্ট লিসটিং
১৭. IAU full From কী?
উত্তর : International Astronomical Union.
১৮. NASA full From কী?
উত্তর : National Aeronautics and Space Administration.
১৯. পৃথিবীর একমাত্র উপগ্রহ কে?
উত্তর : চাঁদ
২০. Leap Day কত তারিখকে বলে?
উত্তর : ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখকে
0 মন্তব্যসমূহ