১. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? 
উত্তর : ফড়িং 

২. কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? 
উত্তর : 0 বিভাগ 

৩. কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? 
উত্তর : ফিতা কৃমি 

৪. সালোকসংশ্লেষণের কোন গ্যাস ব্যবহৃত হয়? 
উত্তর : কার্বন ডাই অক্সাইড 

৫. প্রোটিন ভঙ্গ উৎসেচক বলা হয় কাকে? 
উত্তর : ট্রিপসিন 

৬. জল পরিবহন কার মাধ্যমে ঘটে? 
উত্তর : জাইলেম 

৭. ভিটামিন ডি কোন রোগ প্রতিরোধ করে? 
উত্তর : রিকেট 

৮. কোন রঞ্জকের এর উপস্থিতিতে রক্ত লাল হয়? 
উত্তর : হিমোগ্লোবিন

৯. মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? 
উত্তর : বৃক্কে

১০. উদ্ভিদের কোন অঙ্গ কে সালোকসংশ্লেষণের কারখানা বলা হয়? 
উত্তর: পাতাকে 

১১. পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থি কোষ থাকে?  
উত্তর : গ্যাস্ট্রিক 

১২. পেপসিন কোন কোষ থেকে ক্ষরিত হয়? 
উত্তর : প্যারিটাল কোশ

১৩. রেনিন এর উৎস কি? 
উত্তর : বৃক্ষ 

১৪. পাকস্থলীতে কি ধরনের খাদ্যের পরিপাক হয়? 
উত্তর : প্রোটিন খাদ্যের

১৫. গোবলেট কোষ থেকে কি ক্ষরিত হয়?  
উত্তর : মিউকাস

১৬. কপাটিকা থাকে কোন রক্ত বাহে? 
উত্তর : শিরা

১৭. মেরুদন্ড প্রাণীদের প্রধান রেচন অঙ্গের নাম কি? 
উত্তর : বৃক্ক 

১৮. কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজম কে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন ? 
উত্তর : বিজ্ঞানী হাক্সলে

১৯. ফুসফুসের আবরণীকে কি বলে? 
উত্তর: প্লুরা

২০. ব্রুনার গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়?
উত্তর : মিউকাস