উত্তর : শূন্য
২. সূর্য থেকেৃ পৃথিবীর গড় দূরত্বকে কী বলা হয়?
উত্তর : 1 AU
৩. একবিহীন ভৌত রাশির উদাহরণ কী৷?
উত্তর : অণবিক গুরুত্ব, বিকৃতি
৪. তড়িৎপ্রবাহের একক কী?
উত্তর : অ্যাম্পিয়ার
৫. তাপমাত্রার একক কী?
উত্তর : কেলভিন
৬. 1 কুইন্টাল = কত কেজি?
উত্তর :100 কেজি
৭. সাধারণত হাতঘড়ির সময় পরিমাপের সীমা কত?
উত্তর : 1s-12h
৮. বায়ুমন্ডলের চাপ মাপা জয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : ব্যারোমিটার
৯. তরলের ঘনত্ব = কী?
উত্তর : তরলের ঘনত্ব = তরলটির ভর / আয়তন
১০.তরলের ঘাত = কী?
উত্তর : তরলের ঘাত = তরলের চাপ × ক্ষেত্রফল
১১. জলীয় বাষ্পের তুলনায় বায়ু কী?
উত্তর : হালকা
১২. হাইড্রোজেনের অপর নাম কী?
উত্তর : প্রোটিয়াম
১৩. প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় কত গুণ বেশি?
উত্তর : 1836 গুণ
১৪. Sl তে পদার্থের পরিমাণের একক কী?
উত্তর : মোল
১৫. 1 গ্রোস = কতটি?
উত্তর : 144টি
১৬. রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক কে?
উত্তর : ইস্পাত
১৭. সিজিএস পদ্ধতিতে চাপের একক কী?
উত্তর : dyn/cm^2
১৮. Sl পদ্ধতিতে চাপের একক কী?
উত্তর : পাস্কাল
১৯. অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন কে ?
উত্তর : বিজ্ঞানী মিলিকান
২০ দ্রবণ = কী?
উত্তর : দ্রবণ = দ্রাব + দ্রাবক
2 মন্তব্যসমূহ
অনেক উপকার হলো আমার, ধন্যবাদ।
উত্তরমুছুনআপনাকেও ধন্যবাদ । এভাবে আমাদের পাশে থাকবেন ।
মুছুন