সারা দিন সবুজের অফিস এর কাজে মন ই বসবো না শুধু বাবার শরীর খারাপ এর কথা ভাবে চলছে। আর তার বাবা শরীর খারাপের জন্য নিজেকেই দায়ী মনে করছে। 

সন্ধ্যার পর বাড়ি ফিরে 

সবুজ: বাবা ভেতর আসবো? 

অখিল : সবুজ আয় বাবা 

সবুজ : বাবা-আমার তোমাকে কিছু বলার ছিল? মা সাথী অনিক কোথায় তোমরা বাবা রুমে এসো সবাই। 

মিনতি : বাবু কী হয়েছে ডাকছিস কেন?

সাথী : আমারা চলে এসেছি কী বলবে বলো মদাদাভাই 

অনিক : হ্যাঁ দাদা বলো 

সবুজ : তোমারা আমার জন্য যে মেয়ে দেখবে আমি তাকেই বিয়েকরবো আমার কোনো অমত নেই তুমি মেয়ে দেখ আমি বিয়ে করতে রাজি। 

অখিল : সত্যি 😨😨😨😨😨

সাথী : দাদাভাই তুমি সত্যি বলছো। 😊😊😊😊 

সবুজ নিজের রুমে চলে গেল 

মিনতি : বলেছিলাম না আমার ছেলেকে আমি চিনি ও কখনো আমারাদের কষ্ট দিিবে না প্লান টা কাজে লাগলো। 

সাথী: কী মজা 😃😃😃 বাবা তুমি কাল ই গিয়ে মেয়ে দেখে আসো যে মেয়ের কথা পরিতোষ কাকু বলেছে 

অখিল : হ্যাঁ রে মা কাল ই যাব আমি আর অনিক 

অনিক : ঠিক আছে বাবা  

অখিল আর অনিক গিয়ে মেয়ে দেখে আসলো খুব পছন্দ হলো মেয়ের নাম নিলাসা খুব মিষ্টি সুদর্শন, শিক্ষিত, বুদ্ধিমতী, অখিল বাবুর তো খুব পছন্দ হলো। অনিক ছবি তুলে আনলো মিনতি, সাথী দেখলো সবার পছন্দ সবুজ কেও দেখানো হলো কিন্তু না ভালো না খারাপ কিছু ই বললো না শুধু বললো তোমার সাবার পছন্দ আমার ও পছন্দ । এবার মেয়ের বাড়ি থেকে সবুজ কে দেখতে এলো তাদের ও পছন্দ হলো। কিন্তু সমস্যা এ্কটায় পাএ পাএী এখনও সামনে থেকে কেউ কাউকে দেখেনী তাই তাদের দেখা করার জন্য একটা সুযোগ করে দেওয়া হলো সবুজ নিলাসা একটা রেস্টুরেন্ট দেখা করলো।

নিলাসা: ৪০ মিনিট ধরে বসে আছি কখন আসবে কী ইরেক্সপন্সিবল মানুষ রে বাবা একটা মেয়েকে এভাবে ৪০ মিনিট ধরে বসিয়ে রেখেছে। 

সবুজ : সরি আমার একটু কাজ ছিল তাই লেট হয়েছে আপনি অনেক সময় বসে আছেন? 

নিলাসা : না না সমস্যা নেই বলুন তারপর 

সবুজ : কী বলবো 

নিলাসা : কেন বলবেন না যে আপনি আমাকে বিয়ে করছেন ঠিক ই কিন্তু আমাকে ভালোবাতে পারবেন না, আমার ইচ্ছে আমার ছোট ছোট সপ্ন পূরণ করতে পারবেন না। আপনি আপনার মতো আমি আমার মতো থাকতে হবে। আপনি মন থেকে রাজি না আপনারা মা বাবা জন্য এই বিয়েটা করছেন। 

সবুজ : কী বলছেন এসব আপনি ( সবুজ অবাক হয়ে গেল তার মনের কথা কীভাবে বুঝতে পারলো)  

নিলাসা : তবে সব মানতে পারবো কিন্তু আমি আপনার সাথে থাকাকালীনী ধুমপান করতে পারবেন না। কারণ ধুমপানে আমার সমস্যা হয়। 

সবুজ : পুরো অবাক আমার ব্যাপারে তো সবই জানে কিন্তু কীভাবে সম্ভব এটা। 

নিলাসা : কী ভাবছেন কীভাবে জানলাম আপনার ব্যাপারে সাথী বলেছে সাথী সাথে আমার কথা হয় মাঝে মাঝে। আর আপনার অতীত সম্পকেও বলেছে। 

সবুজ : কী 

নিলাসা : হ্যাঁ, তবে আমি সব জনার পরও আপনাকে বিয়ে করতে চাই কারণ আমি আপনার প্রেমে পড়ে গেছি কীভাবে সেটা জানতে চাইলে উত্তর নেই আমার কাছে আজ আপনাকে সামনে থেকে দেখছি কিন্তু আপনার কথা শোনার পর থেকে ই আপনার পর আমার মায়া পড়ে গেছে। দেখিনা বিয়ে করে আপনাকে আপনার অতীত ভুলেয়ে আমার জন্য আপনার মনে জায়গা করতে পারি কিনা, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিনা, আমারা sweet couples হতে পারি কিনা 

😊 যাই হোক এখন আসি বাই ভালো থাকবেন। 

সবুজ : অদ্ভুত মেয়ে তো আগে এমন মেয়ে দেখিনী ( অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো নিলাসার দিকে) 

Part - 5  পড়তে এখানে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে