উত্তর : উভুলা
২. মানুষের দুবার দাঁত ওঠার জন্য মানুষের দাঁত কে কি দাঁত বলা হয়?
উত্তর : ডাইফিডোন্ট দাঁত
৩. মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁত কে কি দাঁত বলা হয়?
উত্তর : হেটারো ডোন্ট দাঁত
৪. মানুষের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?
উত্তর : পৌষ্টিক গ্রন্থি
৫. মিশ্রগ্রন্থি বলা হয় কাকে?
উত্তর : অগ্নাশয় কে
৬. মানুষের হৃদপিণ্ড কয় প্রকষ্টো নিয়ে বিভক্ত?
উত্তর : চারটি
৭. দেহে অ্যান্টি বডি সৃষ্টি করে দেহের রোগাক্রমণ প্রতিরোধ করে কোন রক্ত কনিকা?
উত্তর : লিম্ফোসাইট শ্বেত কণিকা
৮. রক্ত তঞ্চনে সাহায্য করে কোন কণিকা?
উত্তর : অনুচক্রিকা
৯. হৃদপিন্ডের স্বতঃ স্ফূর্ত সংকোচনকে কি বলে?
উত্তর : সিস্টোল
১০ হৃদপিন্ডের স্বতঃ স্ফূর্ত প্রসারন কে কি বলে?
উত্তর : ডায়াস্টোল
১১. উদ্ভিদের পরভোজী পুষ্টি কয় প্রকার?
উত্তর : ৪
১২. স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : ভিটামিন সি
১৩. ক্রেবস চক্রটি কোষীয় অঙ্গানুর কোথায় ঘটে?
উত্তর : মাইটোকন্ডিয়ার মধ্যে
১৪ একটা শর্করা ভঙ্গক উৎসেচকের নাম কি?
উত্তর : টায়ালিন
১৫. একটি ফ্ল্যাট ভঙ্গ উৎসেচকের নাম কী?
উত্তর : লাইপেজ
১৬. যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলে?
উত্তর : উপচিতি বিপাক
১৭. শ্বসন রেচন কোন ধরনের বিপাকের উদাহরণ ?
উত্তর : অপচিতি বিপাক
১৮. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপের মাত্রা কত?
উত্তর : 120/80 mm Hg
১৯. থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসরণ হয়?
উত্তর : থাইরোক্সিল
২০.থাইরক্সিল হরমোন বেশি নিঃসরণ হলে কোন রোগ হয়?
উত্তর : গয়টার রোগ
0 মন্তব্যসমূহ