স্বাধীনতা" শব্দটির অর্থ হলো স্বাধীন থাকা বা কারো অধীনে না থাকা। এটি সাধারণত ব্যক্তির বা জাতির নিজস্ব অধিকার, ইচ্ছা, ও কর্মে স্বাধীনতা বোঝায়। অর্থাৎ, যেখানে কোনো বাধা বা নিয়ন্ত্রণ নেই, সেই অবস্থা স্বাধীনতা হিসেবে পরিচিত। কিন্তু ২০২৪ সালেও দাঁড়িয়ে আমার মনে একটা প্রশ্ন বারবার জাগে সত্যি কী আমরা স্বাধীন জাতি। আমরা যদি সত্যি স্বাধীন হয়ে থাকি তাহলে মত প্রকাশে কেন এতো বাধা, কেন সত্য কথা বলতে এতো বাধা। আমরা ভারতীয়রা কী সত্যি স্বাধীন হতে পেরেছি ১৫ ই আগস্ট যে আমরা স্বাধীনতা দিবস পালন করি। এটা কী সত্যি স্বাধীনতার জন্য নাকি শুধু কর্তব্য মাত্র। আর জি করের ঘটনা নিয়ে অনেকেই অনেক কিছু লেখালেখি করেছে, শুধুমাত্র আরজি করের ঘটনায় নয় এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো বার বার বুঝিয়ে দিয়েছে আমরা সত্যি স্বাধীন নয়। আর এবার আর জি করের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমার এখনো স্বাধীন হতে পারেনি। কেউ ভালোভাবে পড়াশোনা করতে চাইলে তাকে র্যাগিং এর শিকার হতে হয় এটা আমাদের স্বপ্নদ্বীপ দাদা বুঝিয়ে দিয়ে গেছিলেন। আর এবার মৌমিতা দিদি আবারো বুঝিয়ে দিয়ে গেল অন্যায়ের প্রতিবাদ করলে ঠিক এভাবেই ধর্ষণ আর নৃসিংহ হত্যার শিকার হতে হয়। সত্যি বলতে আমি এর আগে অনেক খুনের কথা শুনেছি কিন্তু আর জি করের মৌমিতা দিদিকে যেভাবে হত্যা করা হয়েছে এমনটা সত্যিই এর আগে ঘটেছে বলে মনে হয় না। ভাবলেই কেমন যেন চোখ দিয়ে জল চলে আসে।
আর কতদিন চুপ থাকবে সবাই এবার তো বোঝো যে আমরা সত্যিই স্বাধীন হতে পারিনি। আমরা এখনো পরাধীন, বিশেষ করে আমাদের সমাজের মেয়েরা, এখনো বাইরে বেরোলে ভয়ে ভয়ে থাকতে হয়, কখন কি হয়। আমরা যদি সত্যিই স্বাধীন হয়ে থাকি, তাহলে মেয়েদের বাড়িতে ফিরতে একটু রাত হলে কেন চিন্তা করতে হবে তার মা বাবার। কেন প্রতিনিয়ত এত মেয়ে ধর্ষণের শিকার। ডাক্তার থেকে নার্স শিক্ষিকা থেকে ছাত্রী এমনক ছোট কিশোর ও এর থেকে রেহাই পায় না।
যত দিন যাচ্ছে আমাদের সমাজ অবনীতির দিকে ঢুকে যাচ্ছে। আমরা আরো বেশি পরাধীন হয়ে পড়ছি, অসহায় হয়ে পড়ছি,এর থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে, আমাদের সবাইকে একসঙ্গে মিলিত হয়ে এর প্রতিবাদ করতে হবে, না হলে আমরা কোনদিন স্বাধীন হতে পারব না
এভাবেই পরাধীন হয়েই থেকে যাবো, আর দুর্নীতিতে পূর্ণ হয়ে যাবে এই দেশ।
একটা নাগরিক যখন একটা দেশে জন্মায়,তখন সেই দেশের প্রতি নাগরিকের যেমন কর্তব্য থাকে ঠিক তেমন দেশ পরিচালনাকারীদের ও সেই নাগরিকদের প্রতি কর্তব্য থাকে। কিন্তু যত দিন যাচ্ছে, দেশ পরিচালনা কারীরা যেনো দুর্নীতিতে ভরে যাচ্ছে, আমি এখন নিঃসংকোচে বলতে পারি আমাদের ভারতবর্ষ স্বাধীন নয় আমি স্বাধীন রাষ্ট্রের বসবাস করি না। বর্তমানে এখানে বসবাস করা (১৪২ কোটির বেশি) মানুষ ই পরাধীন। তাদের নেই মত প্রকাশের অধিকার, নেই সত্যের পথে রুখে দাঁড়ানোর অধিকার, নেই অন্যায়ের প্রতিবাদ করার অধিকার, এই স্বাধীনভাবে চলাফেরার অধিকার, নেই স্বাধীনভাবে কাজ করার অধিকার কিছু ই নেই।
সত্যিই কি এভাবে বাঁচা যায়। পরাধীন হয়ে বাঁচার থেকে তো মৃত্যুবরণ ই শ্রেয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট আমরা সত্যিই স্বাধীনতা অর্জন করতে পারিনি, আমাদের আবারো ভারতবর্ষকে স্বাধীন করতে হবে তাই আমাদের একসাথে মিলিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। না হলে যে আমরা স্বাধীনতা এটা শুধু নামই থেকে যাবে, পরাধীন হয়েই বাঁচতে হবে সারা জীবন। 😔😔
লেখিকা (আরাধ্যা রায়)
2 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুন❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
উত্তরমুছুন