ফেসবুক, ইন্সটাগ্রাম সহ নানা ধরনের সোশ্যাল মিডিয়া আছে। এর মধ্যে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া হল টুইটার বা এক্স আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই টুইটার বা এক্সের অ্যাকাউন্ট খুলতে হয় তো চলুন শুরু করা যাক।



প্রথমে এক্স-এ যান আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে https://x.com এ যান। তারপর সাইন আপ করুন আপনি যদি নতুন ব্যবহারকারী হন, তাহলে "সাইন আপ" বা "একাউন্ট তৈরি করুন" বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনার নাম, ইমেইল বা ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিন। আপনার ইমেইল বা ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি দিন। আপনার প্রোফাইল পিকচার যোগ করুন এবং একটি সংক্ষিপ্ত বায়ো দিন। আপনার আগ্রহের বিষয় বা ব্যক্তিদের ফলো করুন।
এভাবে আপনারা খুব সহজে টুইটার বা এক্স এর খুলতে পারবেন। আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা আপনাদের সমস্যাটি সমাধান করে দিব।

দ্রষ্টব্য: এক্স-এর নীতিমালা এবং সেটিংস সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য এক্স-এর ওয়েবসাইট দেখুন। https://x.com/en/privacy