ইশান: ভোর ৫টা বেজে ১৫ মিনিট আবার ও কল করলাম মায়াকে রাতে ওর ফোন বন্ধ চিন্তাতে ঘুম আসেনী।
হ্যালো --------
মায়া: হুম বল কী হয়েছে -------
ইশান : রাতে ফোন বন্ধ করে রেখেছিলি কোন তুই জানিস আমার টেনশনে ঘুম হয়নী।
মায়া: আমার ফোনে চার্জ ছিল না 😔😔 বল কী হয়েছে। 
ইশান : তুই তখন কী বলতে যাচ্ছিলি এবার বল তোর বিয়ে মানে আসলে বনীর বাবা অসুস্থ তাই হাসপাতালে গেছিলাম তখন । 
মায়া: 😢😢😢😢 কীসের বিয়ে আমি তো তখন মজা করছিলাম তোর সঙ্গে। 
( মনে মনে কী আর বলবো তোকে সবই তো শেষ আজ আমার আশীর্বাদ আর তোকে কীভাবে এটা বলবো যখন বলার প্রয়োজন ছিল তখন ই তো বলতে পারনী এখন না হয় অভিনয় করি) 😢😢😢😢😢
ইশান: সত্যি তো *************
মায়া: হুম শোন পরে কথা বলবানী। 
ইশান : শোন ----- যা কেটে দিল মায়াকে তো বলায় হয়নী বৌদির আশীর্বাদ করতে যাচ্ছি। 
মা: ইয়াস শোন, আজ অফিস যাওয়ার দরকার নেই 
ইয়াস: আচ্ছা  
মা: কাল রাত জেগে হাসপাতালে থেকেছো তাছাড়া আজ তোমার বিয়ে ঠিক করতে হবে। 
ইশান : দাদা, চিন্তা করিস না আমি যাচ্ছি আজ শুনেই আসবো বৌদির তোকে কেমন লেগেছে আর তুই কী বৌদি কে কিছু দিতে চাস আমাকে দিলে আমি দিয়ে দিবো। 
ইয়াস: কী দিবো। 
ইশান : কেন ওই নীল কালারের ডাইরিতে কী কী লিখেছিস বৌদিকে নিয়ে ওটা দিবি না। 
ইয়াস: তুই ডাইরি টা পড়ছিস 😡😡
ইশান: না না আমি তো দেখলাম তুই লেখছিস মনে হলে বৌদির জন্য । 
ঠিক আছে বিয়ের পরই শুনাস কী লিখেছিস। 
মা : ইশান কী রে আয়। 
ইশান: এখন আসছি দাদা দেখি গিয়ে বৌদি কেমন যে আমার এই দাদাটাকে কবি বানিয়ে দিলো 😀😀😀


এবার চলে এলাম আমারা আমি বাড়িতে ঢুকে সবচেয়ে বেশি অবাক হলাম মায়ার মা কে দেখে😱।ওনী এখানে কী করছে তারপর ভাবলাম মনে হয় আত্মীয় হয় ওনাদের আমাদের বসতে দিলো জল খাবার দিলো খেলাম কিন্তু কিছু তেই মন মানছে না মায়া মা এখানে নিজের বাড়ির মতো কাজ করছে আমার ঘটকা লাগছে। 
মা : কী রে কী ভাবছিস চল, আশীর্বাদের ওখানে যেতে হবে। 
ইশান: চলো, এবার আমি সব বুঝতে ও পারলাম আমার কাছে সব কল্পনা মনে হচ্ছিলো 🫡🫡🫡🫡 একটা মেয়ে শাড়ি গহনা পড়ে এসে আমাদের সামনে বসলো আর সেই মেয়ে টা আর কেউ না মায়া 😒😒😒😒😒
আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো। আমার মাথা কাজ করছিল না। 
মা: কেমন আছো মা?
মায়া: ভালো 😌। 
মা : এটা হলো আমার ছোট ছেলে ইশান দেখে রাখো খুব দুষ্ট তুমি বৌদি হবে আর কিছু দিন পর তোমাকে জালাবে খুব 😄😄😄😄
ইশান: বলতে পারবো না মা এই কথা টা শোনা পর মায়ার কেমন লাগছিল তবে,আমার শরীর শিউরে ওঠলো আমি বসে থাকতে পারিনী বাইরে চলে আসি, খুব খুশি মনে মায়ের সঙ্গে এসেছিলাম কিন্তু, কখনো ভাবিনী এখানে আমার জন্য এতো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে 😌😌😌।
ইয়াস: হ্যালো ভাই ******
ইশান: দাদা বল 
ইয়াস: আশীর্বাদ শেষ হয়েছে ? 
ইশান: হুম 😌এখন পুরোহিত বিয়ে তারিখ ঠিক করছে? 
ইয়াস: তুই ওর সাথে কথা বলেছিস? 
ইশান: না 
ইয়াস: কেন কথা বল আর তোর বৌদি তোর পছন্দ হয়েছে তো? 
ইশান: 😢😢😢খুুব পছন্দ হয়েছে দাদা এখন রাখছি। 
ভাগ্যে থাকলে তো কতকিছু হয় কিছু এখন কিছু যার ভাগ্যে হয় সে বোঝে নিজের ভালোবাসর মানুষ নাকি নিজের দাদার বৌ 😢😢 মানে বৌদি হবে হাইরে ভাগ্য আমার তোর ওপর ঘৃণা হচ্ছে ছি ছি। 
হঠাৎ ******** 

মায়া ; কী ব্যাপার ভাই , বাইরে কেন ভিতরে চলো সবাই ভিতরে। 
ইশান :😡😡 ভাই মানে কী হুম চর খাবি। 
মায়া : সত্যি আমি এখন তোর সম্পকে দাদার বৌ মানে তোর বৌদি হবো। চর মারতে পারবিনী দেখ আমার আশীর্বাদ হয়ে গেছে 🥲🥲
ইশান: চুপ কর দয়া করে চুপ কর আর যা এখান থেকে । 
মায়া: কেন চিন্তা করিস না কেউ কিছু ভাববে না সবাই ভাববে আমার বর এর ভাই এর সাথে আমি পরিচিত হচ্ছি।
ইশান: 🙏🙏🙏 পায়ে ধরছি এসব বলা চুপ কর। নিতে পারছি না আমি। 
মায়া: 😢😢😢😢 তুই আমার ব্যাপার টা বুঝতে পারছিস আমি কীভাবে নিবো সবকিছু চল, 
ইশান: কোথাও 
মায়া: মা বাবা মাসি মেসোর কাছে সত্যি কথা বলবো এভাবে কিছু ঠিক হচ্ছে না আমাদের সাথে। 
ইশান: মানে না কিছুতেই না তোর আশীর্বাদ হয়ে গেছে, আর আশীর্বাদ হয়ে যাওয়ার মানে বুঝিস হাপ বিয়ে হয়ে যাওয়া।
আর দাদাও তোকে পছন্দ , দাদা তোকে নিয়ে গল্প লেখা শুরু করেছে, দাদাও তোকে ভালোবাসতে শুরু করছে আমি পারবো না সত্যি টা কাউকে জানাতে।দাদা সারা জীবন আমার জন্য অনেক করেছে সব দাদা একটু সুখের সময় এখন আমি এমন করতে পারবো না। 
মায়া: আর আমি আমি কী অপরাধ। আমি কী দোষ করেছি, তোকে ভালোবাসা আমার অপরাধ ছিল 😢😢😢🥹🥹🥹
ইশান: না চুপ কর মায়া বাড়িতে অনেক লোক। 
মায়া: আমি তোকে ভালোবাসি আর তোর সামনেই শেষ বিয়ে করবো তাও কাকে তোর নিজের দাদাকে সম্পকে আমি তোর কী হবো বৌদি যে কিনা মায়ের সমতুল্য 🥹🥹🥹🥹🥹এটা মানা যায় আমি কীভাবে মানবো বল।
ইশান : আমি থাকবো না বিয়ে তাও তুই এমন করিস না মা দাদা কষ্ট পাবে তুই তো জানিস দাদা আমার কাছে কী আমার জন্য কী কী করছে এখন দাদার জন্য এই টুকু করতে পারবো না আমি। 
মায়া: তোর আমাকে বিয়ে করতে হবে না ইশান আমি বাড়িতে বলবো আমাকে অন্য কোথাও বিয়ে দিতে তাও এখানে করতে পারবো না একটু বোঝ আমার ব্যাপার টা 😭😭😭😭😭😭😭😭😭
ইশান : আমার ভালোবাসর দিব্যি তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে তুই দাদাকেই বিয়ে করবি। দাদা খুব ভালো তোকে খুব ভালো রাখবে। 
মায়া : আমি ভালো তো তোকে বাসি তাও অনেক। ঠিক আছে তুই দিব্যি দিলি আমি বিয়ে করবো 😭😭😭😭😭


লেখিকা (আরাধ্যা)
Part - 5  পড়তে এখানে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে