সাহিত্য : যদি তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যায় একা থাকতে পারবানা।
কাব্য:
সাহিত্য : আরএ ফাজলামো করছিলাম তোমাকে ছেড়ে কোথায় যাবো কান্না করো না প্লিজ। থামো প্লিজ
কাব্য: কতবার বলছি আর কিছু দিন পর আমাদের বিয়ে এসব ফাজলামো আমার সাথে করবা না।
সাহিত্য : sorry করবো ;না তো আর ।এবার এর মতো মাপ করে দাও।
কাব্য: দেখ তোমার সাথে আমার ১০বছরের সম্পক তোমার কী সত্যি মনে হয় তোমাকে ছেড়ে সত্যি আমি থাকতে পারবো?
সাহিত্য : আর এ মজা করলাম ।আচ্ছা চলে তোমাকে ছেড়ে দিয়ে আসি বাড়িতে।
কাব্য: না থাক লাগবে না। আসলে আমাদের ওপাড়ার লোক তেমন ভালো না বিয়ের আগে তুমি আমার বাড়িতে মাঝে মাঝে যাও এটা নিয়ে সমালোচনা হয় এমনি আমি আর চাই না
সাহিত্য : ছাড় তো কে কী বললো তাছাড়া তুমি আমার ভালোবাসা, আমার হবু বউ লোকের কথা কান দিই নাকি আমি।
কাব্য: আমি একায় চলে যেতে পারবো। এখন তাহলে আসি বাই
সাহিত্য : আচ্ছা বাই
কাব্য: হ্যালো
সাহিত্য : বল
কাব্য: কাল আমাদের বিয়ের সব শপিং করতে যাবে। মাকে বলছি তুমি ও যাবো
সাহিত্য : এই না আমার অফিস ছুটে নেই তো কাল। তাছাড়া আমি গিয়ে কী করবো বলো।
কাব্য: না তুমি যাবে মানে যাবে আর একটা দিন অফিস না গেলে কিছু হবে না। তাছাড়া আমার শাড়ি, গয়না, কসমেটিক কে পছন্দ করবে তুমি ছাড়া।
সাহিত্য : আমি তোমাকে আলাদা করে সব কিনে দিবো কিন্তু ওখানে যেতে বলো না কাল প্লিজ ।
কাব্য: না আসবে তুমি বাই এখন রাখছি।
সাহিত্য : কী হলো কল করছি তুলছো না কেন?
কাব্য: পাগল তুমি, এখন আমি রেডি হচ্ছি এখন কীভাবে কল তুলবো তাছাড়া একটু পরই তুমি চলে আসবে এখন রাখো তো।
সাহিত্য : দাঁড়াও শোন না,
কাব্য: কী হলো আবার
সাহিত্য : বলছি তুমি রেডি হয়ে গেলে একবার ভিডিও কল দিয়ো। কনে সাজে তোমায় কেমন লাগছে দেখবো।
কাব্য:এমন ভাবে বলছো মনে হচ্ছে, তুমি বিয়ে করতে আসবে না
সাহিত্য : আরএ না কল দিবে কিন্তু এখন রাখলাম তাহলে।
কাব্য: আচ্ছা স্যার দিবো
(৩০মিনিটপর)
কাব্য: দেখ আমি রেডি কেমন লাগছে আমাকে?
সাহিত্য : আমি তো ক্রাস খেলাম কাব্য তুমি এতো সুন্দর দেখতে আমি তো কখন খেয়ালই করিনী
কাব্য: থামবা তুমি । তবে আজ বরের সাজেও তোমাকে অনেক সুন্দর লাগছে পুরো, হিরো।
আচ্ছা কখন বেরবা তোমারা?
সাহিত্য : এই তো একটু পরেই। সত্যি বলতে কী জানো আমি এখন বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার বউ হবো কিছসময় পর। আসলে ১০বছর তোমাকে ভালোবেসে আমাদের জীবনে তো কম সমস্যা সমাধান করতে হয়নী। ফাইনালি আজ থেকে তুই আমার।
কাব্য: কেন, এতো দিন আমি অন্য কারুর ছিলাম বুঝি।এই তুমি রাখো তো ফোন এখন এতো সুন্দর সেজেছি মুডটায় নষ্ট করে দিলে।
সাহিত্য : একটা কথা বলে রেখে দিচ্ছি আই লাভ ইউ
কাব্য:।
তিসা: বান্ধবী এখন রাখ আসতে দে বিয়ে করতে বেচারাকে। তোরই তো বর বিয়ে র পর গল্প করিস সারা রাত জেগে
(২ ঘন্টা পর)
কাব্য: তিসা বাবা কোথায় রে আর বাড়িতে কী কিছু হয়েছে । হঠাৎ সানাই বা বন্ধ হয়ে গেল কেন। আর দেখ না সাহিত্যকে কল দিচ্ছি সুইসটপ বলছে ফোন এতো বার বললাম ফোন বন্ধ করো না কিন্তু। কে শোনে আমার কথা এতো সময় লাগে আসতে কখন বেরিয়েছে ২ ঘন্টা হলে গেল কেমন লাগে। আজ আসুক আগে ঝগড়া করবো তারপর পর বিয়ে।
তিসা:বান্ধবী ।
কাব্য: কী হলো রে কান্না করছিস কেন?
তিসা: সাহিত্য দাদা
কাব্য: কী হয়েছে সাহিত্যের বল
তিসা: সাহিত্য দাদাদের গাড়িটার এক্সিডেন্ট হয়েছে। দাদা এখন পিজি হাসপাতালে, খুব খারাপ অবস্থা । আংকেল ওখানে গেছে।
কাব্য: কী না এটা হতে পারে না তোরা আমাকে আগে বলিসনী কেন?
তিসা: আসলে কনের বিয়ের আসর ছেড়ে যেতে নেই আর সবাই ভেবেছে হালকা কেটে গেছে দাদার কিন্তু পরে জানলো খুব খারাপ অবস্থা।
কাব্য: আমি এখন ই যাব সাহিত্যের কাছে
সাহিত্য সাহিত্য
বাবা : মা তুই
কাব্য: বাবা সাহিত্য
ডাক্তার : এখানে কাব্য কে আছেন?
কাব্য: আমি
ডাক্তার : ওনী আপনার নাম বলছে আসুন আমাদের সাথে
কাব্য: সাহিত্য এই তো আমি
সাহিত্য : তুমি এসেছো কাব্য
কাব্য: হুম
সাহিত্য : আমি জানি আমি বাঁচবো না। তুমি আমাকে কথা দাও তুমি ভালো ভাবে থাকবে। আর আমাকে ভালোবাসে আমাকে কখনো ভুলে যাবে না।
কাব্য:কী বলছো তুমি এসব, কিছু হবে না তোমার তুমি ঠিক হয়ে যাবে আর আমি তো তোমাই
সাহিত্য : খুব ভালো বাসি তোমায়
ডাক্তার : এখন বাইরে যান আপনি আমাদের টিটমেন করতে দিন।
কাব্য: ও ভালো হয়ে যাবে তো।
ডাক্তার : দেখুন জ্ঞান ফেরেছে তো কথা বললো আপনার সাথে , চেষ্টা তো করছি বাকি টা সৃষ্টিকতা ভরসা।
কাব্য
(৩ ঘন্টা পর)
ডাক্তার :sorry আমারা ওনাকে বাঁচাতে পারলাম না। এই প্রথম এমন হলে যে রোগী জ্ঞান ফিরলো কিন্তু তাও বাঁচাতে পারিনী
কাব্য: না না সাহিত্য আমাকে একা রেখে যেতে পারে না ।
আজ সাহিত্যের ৫৬তম জন্ম দিন তোমাদের আমি নিজের মেয়ের মতো মনে করি তাই আজ আমার আর ওর গল্প টা বললাম আসলে কী জানো ভালোবাসার মানুষকে নিজের করে না পাওয়া নাকি দুর্ভাগ্য, আর ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েও হারিয়ে ফেলাটাকে কী বলে সত্যি এখন অবধি জানতে পারতাম না আমি
ম্যাম মন খারাপ করবেন না আপনার ভালোবাসার মানুষ তো সবসময় আপনার সাথেই আছে। আপনি চলুন কেকটা কেটে ফেলি আমার সবাই ।
কাব্য: হ্যাঁ চলো।
শেয়ার করবেন । কমেন্ট করে জানাবেন কেমন লাগলে কাব্যসাহিত্যের ভালোবাসার কাহিনি
লেখিকা ( Aradhya)
0 মন্তব্যসমূহ