উত্তর : Edward Jenner
২.যেসব বিজাতীয় পদার্থ দেহে প্রবেশ করলে এন্টিবডি সৃষ্টি হয় তাদের কে কী বলে?
উত্তর : অ্যান্টিজেন
৩. অ্যান্টিজেন কয় রকমের হয় ও কী কী?
উত্তর : ২ রকমের
১. এক্সো জেনাস
২. এন্টোজেনাস
৪. ইঁদুর বেড়াল ভেড়া, ঘোড়া প্রভৃতির লোহিত রক্ত কণিকায় কোন অ্যান্টিজেন থাকে?
উত্তর : ফরসম্যান
৫. স্তন্যপায়ী প্রাণীর হৃদপিন্ডে অবস্থিত অ্যান্টিজানের নাম কি?
উত্তর : কার্ডিিলিপিন
৬. প্লাজমা প্রোটিনে কত শতাংশ ইমিউনোগ্লোবিউলিন থাকে?
উত্তর : ২০ শতাংশ
৭. ম্যাটারনাল এন্টিবডি বলা হয় কাকে?
উত্তর : IgG
৮. আকারে সবচেয়ে বড় অ্যান্টিবডির নাম কি?
উত্তর : IgM
৯. এলার্জি চলাকালীনী কোন এন্টি বডির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়?
উত্তর : lgE
১০. গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে?
উত্তর : জেনার
১১. ইমিউনোলজির জনক কে?
উত্তর : জেনার
১২. কোষভিত্তিক অনাক্রম্যতায় কোন
লিম্ফোসাইড উপস্থিত থাকে?
উত্তর : T-লিম্ফোসাইট
১৩. রস ভিত্তিক অনাক্রম্যতায় কোন লিম্ফোসাইট উপস্থিত
থাকে?
উত্তর : B- লিম্ফোসাইট
১৪. BCG এর পূর্ণরূপ কী?
উত্তর : Bacillus Calmette,Guerin
১৫. OPV এর পূর্ণরূপ কি?
উত্তর : Oral Polio Vaccine
১৬. MMR এর পূর্ণরূপ কি?
উত্তর : Measles, Mumps, Rubella
১৭. TT এর পূর্ণরূপ কি?
উত্তর : Tetanus toxoid
১৮. ম্যালেরিয়া রোগের বাহক কে?
উত্তর : স্ত্রী অ্যানোফিলিস মশা
১৯. ডিপথেরিয়া রোগের প্রতিষেধকের নাম কি?
উত্তর : DPT
২০. টিটেনাস রোগের প্রতিষেধকের নাম কি?
উত্তর : TT
২১. ডেঙ্গু রোগের বাহক কে?
উত্তর : স্ত্রীএডিস মশা
২২. হেপাটাইটিস বি রোগের প্রতিশোধক এর নাম কি?
উত্তর : HBV
২৩. HlV এর পূর্ণ রূপ কী?
উত্তর : Human lmmuno Deficiency Virus
২৪. নিউমোনিয়া রোগের আক্রান্ত ব্যাকটেরিয়া নাম কি?
উত্তর : ডিপ্লো কক্কাস নিউমোনি
২৫. হেপাটাইটিস বি এর অপর নাম কি?
উত্তর : সিরাম জন্ডিস
1 মন্তব্যসমূহ
অনেক উপকার হলো।
উত্তরমুছুন