১. ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রবর্তন করেন কে? 
উত্তর : জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 

২. বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরবিন্যাসের ভিত্তিতে বাস্তবিদ্যা কে কয় ভাগে ভাগ করা যায়? 
উত্তর : ২ভাগে 

৩. ইকোলজি শব্দটির গ্রিক শব্দ কি?  
উত্তর : ঐকস অর্থ্যাৎ বাসস্থান 

৪. যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদেরকে কি বলে? 
উত্তর : হেলিওফাইট 

৫. যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রার অঞ্চলে বসবাস করে তাদেরকে কি বলে? 
উত্তর : মেগাথারমস

৬. একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে কি বলে? 
উত্তর : ন্যাটালিটি 

৭. ন্যাটালিটির প্রকারভেদ কয় প্রকার ও কী কী? 
উত্তর : দুই প্রকার 
যথা -১. চরম বা সার্বিক ন্যাটালিটি 
       ২. প্রকৃত বা ইকোলজিক্যাল ন্যাটালিটি 

৮. একক সময়ে কোনো পপুলেশনের যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে কি বলে?
উত্তর : মর্টালিটি 

৯. যে সকল পরজীবী পোষক দেহ সংলগ্ন থাকে কিন্তু পোষক দেহের অভ্যন্তরে প্রবেশ করে না, তাদেরকে কি পরজীবী বলে ?  
উত্তর : বহিঃ পরজীবী 

১০. কয়েকটি বহিঃপরজীবের উদাহরণ দাও? 
উত্তর : উকুন, এটুলি, মাইট

১১. যে সকল পরজীবী পোষক দেহের অভ্যন্তরে বসবাস করে পরজীবি বলে? 
উত্তর :অন্তঃপরজীবী 

১২. কয়েকটি অন্ত পরজীবের উদাহরণ দাও? 
উত্তর : এন্টামিবা, গোল কৃমি, টিনিয়া, প্লাসমোডিয়াম 

১৩.অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর নাম কী?  
উত্তর : শাহী ওয়াল, ভাগলপুরি 

১৪. অধিক ডিম্ব প্রদায়ী মুরগির নাম কী?  
উত্তর : হোয়াইট লেগহর্ন, রোড আইল্যান্ড রেড 

১৫. বিজ্ঞানী পদ্ধতিতে মাছের প্রজনন, পালন, সংরক্ষণকে বলা হয়?  
উত্তর : ফিসারি বা মৎস্য চাষ 

১৬. ভারতে সর্বপ্রথম কোথায় বায়ু শক্তির ব্যবহার করা হয়?
উত্তর : গুজরাটে 

১৭ . পুনঃস্থাপন অযোগ্য কয়েকটি সম্পদের নাম কী? 
উত্তর : কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম 

১৮. পুনঃস্থাপন যোগ্য কয়েকটি প্রাকৃতিক নাম কী?  
উত্তর : মাটি, ফসল, বন , উদ্ভিদ , প্রাণী 

১৯. কোন শৈবাল প্রোটিন যুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়?  
উত্তর : স্পাইরুলিনা 

২০. উদ্যান বিদ্যা কে ইংরেজিতে কী বলা হয়?  
উত্তর : হর্টিকালচার