নিলাসা আর সবুজে বিয়ে হয় গেছে প্রায় ১মাস হলো। 

সবুজ : নিলাসা আমার সাদা টি শার্ট টা কোথায় এখন ই দিয়ে যাও। 

নিলাসা : আসছি, বলো টি শার্ট তো তোমার সামনেই রেখে গেছি তাও আবার ডাকছো কেন? 

সবুজ : সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পায়নী তাই 🫣

নিলাসা: ও আচ্ছা এই ব্যাপার। ১মাস হলো আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে তুমি প্রেমে পড়ে গেছো আমার। 

সবুজ : প্রেমে পড়ি নী তোমার মায়াই পড়ে গেছি তুমি যদি আমর অতীত জেনে আমাকে ভালোবাসতে পারো আমার সাথে থাকার সিদ্ধান্ত নিতে পারো তাহলে আমি কেন পারবো না বলো। 

নিলাসা : আমি জানতাম তুমি আমাকে ভালোবাসবে একটা সময় পর গিয়ে তোমার সব অতীত ভুলে গিয়ে আমাকে তোমার পাশে চাইবে তার জন্য তোমার সময় লাগবে লাগবে ভালোবাসা, কেয়ার,। কাউকে ভালোবাসা অন্যায় না বরং যে ভালোবাসার মূল্য দিতে জানে না সে অন্যায় করে। 

সবুজ : সত্যি নিলাসা তোমাকে পেয়ে আমি খুব লাকি আমার জীবনে তুমি আরও আগে আসলে আমার জীবন টা আর ও সুন্দর হতো। 

এভাবে সারাজীবন আমার পাশে থেকো। 

নিলাসা : মৃত্যুর আগ পযন্ত তোমার সাথে থাকবো। তুমি শুধু এভাবেই আমার হয়ে থেকো। 

সবুজ : সামনে সপ্তাহে আমারা ঘুরতে যাবো আমার ৩দিনের ছুটি আছে অফিসে। 

নিলাসা : সত্যি ☺️☺️☺️☺️☺️☺️

সবুজ : হুম তোমাকে কখনো হারাতে চাই না আমি। ভালোবাসে একবার ঠকেছি কিন্তু তুমি আমাকে ভালোবেসে সেই কষ্ট দূর করে দিয়েছো। কথায় আয় জীবনে প্রথম ভালোবাসা নাকি কেউ ভুলতে পারে না কিন্তু আমি বলবো জীবনে সঠিক মানুষ আসলে সব খারাপ অতীত ভুলা যায় প্রথম ভালোবাসা কী সব কিছু সুন্দর ভাবে শুরু করা যায় । 

নিলাসা : বুঝতে পেয়েছি , এবার চলো ব্রেকফাস্ট করবে। 

সবুজ : ঠিক আছে চলো💏💏


( জীবনে সুখী হতে গেলে সেরকম কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র পাশে থাকার মতো একটা মানুষ, বোঝার মত একটা মানুষ, জীবনের খারাপ অতীত গুলো শুনেও ভালোবাসার মতো একটা মানুষেরই দরকার ❤️)


❤️🥰 লেখিকা (আরাধ্যা রায়)❤️🥰